ভোটার ঠিকানা পরিবর্তনের শেষ তারিখ ১০ নভেম্বর


ভোটার ঠিকানা পরিবর্তনের শেষ তারিখ ১০ নভেম্বর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটাররা যদি তাদের ঠিকানা পরিবর্তন করে নতুন এলাকায় ভোট দিতে চান, তবে তাদের আবেদন করতে হবে আগামী সোমবার, ১০ নভেম্বরের মধ্যে। মঙ্গলবার (৪ নভেম্বর) নির্বাচন কমিশন ভোটারদের আবাসস্থল পরিবর্তনের পর ভোটার ঠিকানা স্থানান্তরের আবেদন জমা দেওয়ার সময়সীমা ঘোষণা করেছে।

নির্বাচন কমিশনের অফিস আদেশে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকা চূড়ান্ত করার আগে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের আবেদন গ্রহণ ও প্রক্রিয়াকরণের জন্য বিস্তারিত সময়সূচি অনুমোদন করা হয়েছে।

আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১০ নভেম্বর। রেজিস্ট্রেশন কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে, ১৭ নভেম্বরের মধ্যে সকল আবেদন অনুমোদন বা বাতিলের সিদ্ধান্ত কার্যকর করতে হবে।

অন্যদিকে, নির্বাচন কমিশন পরিকল্পনা অনুযায়ী, আগামী ডিসেম্বরের শুরুতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। নির্বাচনের সম্ভাব্য সময় ফেব্রুয়ারির প্রথমার্ধ।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×