র‍্যাবের সাবেক ডিজি হারুন ও পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা


র‍্যাবের সাবেক ডিজি হারুন ও পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুর্নীতির অভিযোগের তদন্ত চলাকালে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সাবেক মহাপরিচালক মো. হারুন অর রশীদ ও তার পরিবারের সদস্যদের বিদেশে যাওয়া নিষিদ্ধ করেছেন আদালত।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। নিষেধাজ্ঞাটি হারুন অর রশীদের স্ত্রী ফাতেহা পারভীন লুনা এবং দুই কন্যা ফাহমিদা ফারাহ ফাবিয়া ও নুসরাত যারীন আর্দিতার ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

দুদকের উপসহকারী পরিচালক মো. ইমরান আকন এই আবেদন দাখিল করেন। আবেদনে বলা হয়, ব্যারিস্টার মো. হারুন অর রশীদের বিরুদ্ধে এক হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধানের জন্য একজন কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।

দুদকের আবেদনে আরও উল্লেখ করা হয়, নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, হারুন অর রশীদ ও তার পরিবারের সদস্যরা বর্তমানে দেশের ভেতরে আত্মগোপনে রয়েছেন এবং যে কোনো সময় বিদেশে পালিয়ে যেতে পারেন। তারা দেশ ত্যাগ করলে তদন্ত কার্যক্রম মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে।

অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের দেশত্যাগে সাময়িক নিষেধাজ্ঞা জারির আবেদন করা হয়, যা আদালত মঞ্জুর করেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×