ডিএমপিতে ৫ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের বদলি


ডিএমপিতে ৫ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের বদলি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পাঁচ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে (এডিসি) নতুন স্থানে বদলি করা হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এই বদলির সিদ্ধান্ত কার্যকর হয়।

বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে, ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগের মো. নাজিম উদ্দিন আল আজাদকে লালবাগ বিভাগের দায়িত্বে নিযুক্ত করা হয়েছে। মোহাম্মদ আবু তাহেরকে ট্রাফিক ওয়ারী বিভাগে স্থানান্তর করা হয়েছে। এস্টেট বিভাগের মো. শওকত আলী রমনা বিভাগে, ট্রাফিক ওয়ারী বিভাগের মো. জাহিদ হোসেন মতিঝিল বিভাগে এবং প্রটেকশন বিভাগের কে এইচ এম এরশাদ উত্তরা বিভাগে দায়িত্বে যোগ দেবেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×