২০২৬ হজ চুক্তি স্বাক্ষর: বাংলাদেশ থেকে যাবেন ৭৮,৫০০ হজযাত্রী


২০২৬ হজ চুক্তি স্বাক্ষর: বাংলাদেশ থেকে যাবেন ৭৮,৫০০ হজযাত্রী

আজ বিকেলে জেদের্দায় (জেদ্দা) সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে ২০২৬ সালের হজ সম্পর্কিত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশ পক্ষে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এবং সৌদি আরব পক্ষে হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল রাবিয়াহ এই চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি অনুযায়ী ২০২৬ সালে বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী হজ পালন করতে পারবেন।

চুক্তি স্বাক্ষরের আগে ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন এবং সামগ্রিক হজ ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন। তিনি বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় গৃহীত পদক্ষেপগুলোর অগ্রগতি সম্পর্কে সৌদি মন্ত্রীকে অবহিত করেন এবং মিনা-আরাফা ও মুজদালিফার তাঁবু ব্যবস্থাপনা, পানি সরবরাহ ও স্যানিটেশন সুবিধা বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন।

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী বাংলাদেশের সাম্প্রতিক হজ ব্যবস্থাপনার প্রশংসা করেন এবং বাংলাদেশি হাজীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন। ধর্ম উপদেষ্টা মন্ত্রীকে বাংলাদেশের আমন্ত্রণ জানান; এতে সম্মতি জানান সৌদি মন্ত্রী।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ধর্ম সচিব মোঃ কামাল উদ্দিন, জেদ্দায় বাংলাদেশের রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার ড. হাসান মানাখারা, বাংলাদেশে সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ বিন জাফর এইচ বিন আবিয়াহ, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মোঃ আয়াতুল ইসলাম, জেদ্দাস্থ বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল সাখাওয়াত হোসেন, যুগ্ম সচিব (হজ) ড. মঞ্জুরুল হক, কাউন্সিলর (হজ) মোঃ কামরুল ইসলামসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×