ঢাকায় বাড়ছে ঠান্ডার অনুভূতি, সকালের তাপমাত্রা ২০ ডিগ্রি
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৯:২৩ এম, ১২ নভেম্বর ২০২৫
রাজধানী ঢাকায় শুরু হয়েছে শীতের আগমনী ছোঁয়া। টানা গরমের পর এবার সকালবেলায় বাড়ছে ঠান্ডার অনুভূতি। বুধবার (১২ নভেম্বর) সকালে ঢাকায় তাপমাত্রা নেমে এসেছে ২০ ডিগ্রি সেলসিয়াসে, যা গত কয়েক দিনের তুলনায় কিছুটা কম।
আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, শেষ রাত থেকে সকাল পর্যন্ত রাজধানী ও আশপাশের এলাকায় শীতল আবহাওয়া বিরাজ করবে। পূর্বাভাসে আরও বলা হয়েছে, দিনের প্রথমার্ধে আকাশ পরিষ্কার থাকবে এবং উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ সময় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
আবহাওয়া অফিসের তথ্যমতে, আজ সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। গতকাল মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, আর গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত হয়নি।
আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৩ মিনিটে, আর বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সূর্যোদয় হবে ভোর ৬টা ১২ মিনিটে।
এর আগে মঙ্গলবার রাতে প্রকাশিত সারাদেশের আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়, বুধবার সন্ধ্যা ৬টার মধ্যে দেশের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে আবহাওয়া সার্বিকভাবে শুষ্ক থাকবে। একইসঙ্গে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে আংশিক মেঘলা আকাশের পাশাপাশি আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় রাত ও দিনের তাপমাত্রা উল্লেখযোগ্য পরিবর্তন ছাড়াই প্রায় অপরিবর্তিত থাকতে পারে।