শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সহজ হবে সবার সহযোগিতা পেলে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৩:৫৯ পিএম, ১৩ নভেম্বর ২০২৫
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা কঠিন নয়, বরং সবার সহযোগিতা থাকলে বিষয়টি সহজেই সম্ভব বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় দায়ের করা মামলার রায় নিয়ে কোনো উদ্বেগ আছে কি না, এমন প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “কোনো শঙ্কা নেই।”
শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রসঙ্গে তিনি আরও বলেন, “আপনাদের সবার সহযোগিতা থাকলে অবশ্যই ফিরিয়ে আনা সহজ হবে। আপনাদের সবার সহযোগিতা লাগবে।”
সাম্প্রতিক লকডাউন পরিস্থিতি নিয়ে সরকারের পদক্ষেপে জনগণের উদ্বেগ দূর হয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “রাস্তা তো ওই রকম ফাঁকা না। ফাঁকা থাকলে আপনারা এলেন কিভাবে? অনেকে অনেক কিছু প্রচার করে।”
তিনি আরও যোগ করেন, “বড় কোনো সমস্যা নেই। ছোটখাটো দু-একটা ঘটনা ঘটেছে, আপনারা মিডিয়ায় দেখেছেন, আমিও দেখেছি। সঙ্গে সঙ্গে আমরা অ্যাকশনও নিয়েছি।”