কোথাও কোনো মিষ্টি নেই: আসিফ মাহমুদ
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০২:৪০ এম, ১৮ নভেম্বর ২০২৫
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পলাতক শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর থেকেই রাজধানীসহ দেশের নানা প্রান্তে মিষ্টি বিতরণের খবর ছড়িয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যঙ্গাত্মক এক পোস্ট দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। ফেসবুকে তিনি লিখেছেন— ‘কোথাও কোনো মিষ্টি নেই।’
সোমবার (১৭ নভেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড এবং রাজসাক্ষী হিসেবে সহযোগিতা করায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
রায় ঘোষণার পর ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ শুরু হলে, তারই প্রতিক্রিয়ায় আসিফ মাহমুদের সংক্ষিপ্ত ও ব্যঙ্গাত্মক বার্তাটি পোস্ট করা হয়েছে বলে মনে করা হচ্ছে।