তাপসের সঙ্গে বৃটিশ হাইকমিশনারের বৈঠক


তাপসের সঙ্গে বৃটিশ হাইকমিশনারের বৈঠক

ঢাকায় নিযুক্ত বৃটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে নূর তাপসের সঙ্গে বৈঠক করেছেন।

 

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তিনি বলেন, নির্বাচন নিয়ে একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। যেহেতু ইভিএম ব্যবহার হচ্ছে, তাই সুষ্ঠু নির্বাচন হবে বলে প্রত্যাশা করি।

 

ডিকসন সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীদের সঙ্গে বৈঠক হয়েছে। নির্বাচিত হলে কিভাবে উন্নয়ন হবে তা নিয়েও তাদের সঙ্গে আলোচনা হয়েছে।


ঢাকাওয়াচ/স
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×