বিএনপির ২৮ অক্টোবরের সমাবেশ হবে ১০ ডিসেম্বরের মতো: ওবায়দুল কাদের


বিএনপির ২৮ অক্টোবরের সমাবেশ হবে ১০ ডিসেম্বরের মতো: ওবায়দুল কাদের

২৮ অক্টোবর বিএনপির সমাবেশ হবে গত ১০ ডিসেম্বরের মতো। সেবার বিএনপি গরুর হাটে গিয়েছিল। এবার কোথায় যায় দেখার বিষয়— এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক শেষে এ মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির আন্দোলন কখনো সফল হবে না। তাই ষড়যন্ত্র শুরু করেছে তারা।

তিনি বলেন, ভোটের সময় হিন্দুরা না হলে চলে না; আর তারা বিপদে পড়লে পাশে থাকব না, তা হয় না। দুর্গাপূজা চলাকালে হিন্দুদের পূজা মণ্ডপ ও বাসাবাড়ি পাহারা দিতে সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন তিনি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বাস্তব পরিস্থিতি কারও জন্যই অনুকূলে নয়। তাই সার্বিক বিবেচনায় সরকারকে ভুল না বুঝতে সনাতন ধর্ম অনুসারীদের প্রতি আহ্বান জানান তিনি।

সেতুমন্ত্রী বলেন, তত্ত্বাবধায়কব্যবস্থাকে ধ্বংস করেছে বিএনপি। যার উদাহরণ ২০০১ ও ২০০৬। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাকে ধ্বংসের কিনারায় নিয়ে গেছে। তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা বাংলাদেশে আর করার সুযোগ নেই। আদালত বাস্তবসম্মত ব্যবস্থা নিয়েছেন। তত্ত্বাবধায়ক ফিরিয়ে এনে ২০০১ ও ২০০৬-এর পরিস্থিতির মতো আবার পুনরাভিত্তি বাংলাদেশ হবে না।


ঢাকাওয়াচ/স
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×