রাজধানীতে বিএনপির পাঁচ নেতা গ্রেপ্তার
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৩:৫০ এম, ০৬ জানুয়ারী ২০২৪
নাশকতার অভিযোগে যাত্রাবাড়ী থানা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নবী উল্লাহ নবীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (৫ জানুয়ারি) দিনগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তবে প্রাথমিকভাবে বাকি গ্রেপ্তারদের বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি।
ডিবি সূত্র জানায়, নাশকতার অভিযোগে বিএনপি নেতা মোহাম্মদ নবী উল্লাহ নবীসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৬ জানুয়ারি) এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
ঢাকাওয়াচ/টিআর