প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করতে যমুনায় জামায়াতের আমির


প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করতে যমুনায় জামায়াতের আমির

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করতে তার বাসভবন যমুনায় গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ছয়টার পর তিনি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যান।

ঢাকা মহানগর উত্তর জামায়াতের প্রচার-মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘মত বিনিময় শেষে গণমাধ্যমকে ব্রিফ করবেন শফিকুর রহমান।’

জামায়াত আমিরের সাথে রয়েছেন দলটির দুই সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, আব্দুল হালিম ও নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন।

এর আগে বুধবার (২৭ নভেম্বর) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির প্রতিনিধিরা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন। বৈঠক তারা জাতীয় ঐক্যের আহ্বান জানান।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×