বিজেপি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চাইলে মানুষ রুখে দাঁড়াবে: রুহুল কবির রিজভী


বিজেপি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চাইলে মানুষ রুখে দাঁড়াবে: রুহুল কবির রিজভী

ভারতের সাধারণ জনগণের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের কোনো শত্রুতা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তবে, ভারতের উগ্রবাদী দল বিজেপি যদি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চায়, তাহলে বাংলাদেশের প্রতিটি দেশপ্রেমিক মানুষ তাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সম্মান এবং আত্মমর্যাদা রক্ষার জন্য রুখে দাঁড়াবে। 

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়, নয়াপল্টনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী। তিনি বলেন, “বাংলাদেশ কখনোই মাথা নোয়াবে না। এটা একটি দুর্জয় জাতি।" 

তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশে চলমান পরিস্থিতি নিয়ে ভারতীয় কর্তৃপক্ষের আগ্রাসী মনোভাব এবং বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডের বিষয়ে তীব্র প্রতিবাদ উঠেছে।

রিজভী বলেন, "কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনে হামলা, আগরতলায় সহকারী হাইকমিশনে আক্রমণ, মুম্বাইয়ে ডেপুটি হাইকমিশনের সামনে হাঙ্গামা সৃষ্টি এবং এসব ঘটনার মাধ্যমে ভারতীয় উগ্রবাদী দল বিজেপি তাদের উস্কানিমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এর ফলে বাংলাদেশে এখন প্রবল ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে।"

তিনি আরও বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতীয় আগ্রাসন এবং অপপ্রচারের বিরুদ্ধে বাংলাদেশে প্রতিবাদের ঝড় উঠেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলসহ দেশের বিভিন্ন জায়গায় এসব ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ চলছে।

রিজভী বলেন, “বাংলাদেশের জনগণ স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য যেকোনো ধরনের হুমকির বিরুদ্ধে একত্রিত হয়ে প্রতিবাদ জানাবে।” তিনি আরও বলেন, ভারত যেন বুঝে নেয়, বাংলাদেশের জনগণ তাদের ইচ্ছামত হস্তক্ষেপ বা আক্রমণ সহ্য করবে না।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×