যে ডিভাইস ব্যবহার করতে নেতাকর্মীদের পরামর্শ দিলেন মির্জা ফখরুল


যে ডিভাইস ব্যবহার করতে নেতাকর্মীদের পরামর্শ দিলেন মির্জা ফখরুল
মির্জা ফখরুল ইসলাম

নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জোর করে কিছু করা যাবে না। ৩১ দফা যদি ঠিকমত বুঝলে আর কিছুর দরকার নাই।’

বুধবার (১১ ডিসেম্বর) যুক্তরাজ্য বিএনপির কার্যকরী কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
 
ফখরুল ইসলাম বলেন, ‘একদলীয় শাসন প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা থকেই শেখ হাসিনা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছিল। পরপর তিনটা নির্বাচন বেআইনিভাবে করেছে আওয়ামী লীগ। মিডিয়া ও সচিবালয় সব দখল নিয়েছিল। ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা ছিল। আমরা সেটা পার হয়েছি।’
 
মিথ্যা মামলা দিয়ে খালেদা জিয়াকে হয়রানি করা হয়েছিল উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, ‘আল্লাহর রহমতে যে বিচারক খালেদা জিয়ার রায় দিয়েছিলেন তার বাড়ির ভিটা গুড়িয়ে দিয়েছে মানুষ। তারেক রহমানকেও হয়রানি করা হয়েছে এভাবে।’
  
এখনকার যুদ্ধ হল সাইবার ওয়ার। যে ডিভাইসের মাধ্যমে বেশি মানুষের কাছে তথ্য পৌঁছানো যাবে- সেগুলো ব্যবহার করতে নেতাকর্মীদের পরামর্শ দিয়েছেন মির্জা ফখরুল।
 
তিনি বলেন, ‘আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি। আমাদের দল হল নলেজড বেইজড। বংলাদেশে যেটা হয়েছে, তা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের অবদান। তরুণ প্রজন্মের কাছে আমাদের বহু প্রত্যাশা।’
 
ভাষা আন্দোলন থেকে ছাত্র যুবকরাই আন্দোলন করেছে দাবি করে বিএনপির মহাসচিব বলেন, ‘যুবকরা রক্ত না দিলে কি শেখ হাসিনা পালাতেন। এটার প্রতিদান দেয়া সম্ভব না।’

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×