রিফর্মের নামে নির্বাচন পিছিয়ে দেয়া ঠিক হবে না: টুকু


রিফর্মের নামে নির্বাচন পিছিয়ে দেয়া ঠিক হবে না: টুকু
ইকবাল হাসান মাহমুদ টুকু

রিফর্মের নামে নির্বাচনকে পিছিয়ে দেয়া ঠিক হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) জিয়া প্রজন্ম দলের আয়োজিত আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
 
সভায় মাহমুদ টুকু বলেন, ‘আপনাদের (অন্তর্বর্তী সরকার) আজকে এত সমস্যা হচ্ছে, কারণ আপনাদের কোন ম্যান্ডেট নাই।’
  
বিএনপির এই নেতা বেলন, ‘প্রশাসনের প্রাণকেন্দ্রে আগুন লাগে, কোথায় আপনাদের গোয়েন্দা? এই সরকারের চার মাস হয়ে গেছে, এখনও তেমন কোন উন্নতি মানুষ দেখে নাই।’
 
তিনি আরও বলেন, ‘সবার সঙ্গে আমাদের ভাল সম্পর্ক রাখতে হবে। আপনারা (অন্তর্বর্তী) সবার সঙ্গে নেগোশিয়েট করতে পারবেন না। এর জন্য রাজনৈতিক সরকার লাগবে।’

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×