সংকট নিরসনে একমাত্র পথ অতিদ্রুত নির্বাচনঃ মির্জা ফখরুল


সংকট নিরসনে একমাত্র পথ অতিদ্রুত নির্বাচনঃ মির্জা ফখরুল

দেশের চলমান সংকট নিরসনে একমাত্র পথ অতিদ্রুত নির্বাচন বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন ছাড়া অন্য কোনো কথা বলে কোনো লাভ নেই। 

বৃহস্পতিবার (২২ মে) মেয়র হিসেবে ইশরাক হোসেন শপথ ইস্যুতে আদালতের রায়ের পর এক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি। থাইল্যান্ডের ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন মির্জা ফখরুল। তিনি বলেন, উচ্চ আদালতের রায়ে জনগণের বিজয় হয়েছে।

মির্জা ফখরুল বলেন, এটাতে নিঃসন্দেহে গণতন্ত্রের আরেকটা বিজয় হয়েছে। যখন মেয়র নির্বাচন হয় তখন সেটা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার জবরদস্তি করে এই ফলাফল কেড়ে নিয়ে গিয়েছিল।

ইশরাক হোসেনের শপথ দিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান রেখে বিএনপি মহাসচিব বলেন, আমি আশা করব যে, মন্ত্রণালয়ে আর কোনো সমস্যা তৈরি না করে দ্রুত তারা ইশরাক হোসেনের শপথের ব্যবস্থা করবেন এবং পরিস্থিতিকে সহজ করে তোলবার চেষ্টা করবেন।

তিনি বলেন, বর্তমানে যে রাজনৈতিক সংকট, এই সংকট দূর করার একটিমাত্র পথ, তা হচ্ছে অতিদ্রুত নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করা। এখানে অন্য কথা বলে লাভ নেই।

নেতা-কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, আমি মনে করি, যেহেতু আদালতে এ বিষয়ে রায় হয়েছে, এখন আর এই বিষয়টিতে সড়ক অবরোধ করে না রেখে রাস্তা থেকে সরে যান।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×