নিপীড়ন-নির্যাতন করেও বেগম জিয়াকে নীতিচ্যুত করা যায়নি: রিজভী
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ১০:৫৬ পিএম, ২৭ আগস্ট ২০২৫
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ৯ বছরের আপোষহীন সংগ্রামের পরও ১৬ বছর ধরে শেখ হাসিনার নিপীড়ন, নির্যাতন ও মিথ্যা মামলার মাধ্যমে বেগম খালেদা জিয়াকে তার নীতি থেকে সরানো যায়নি। একটি ভাঙাচোরা কারাগারে বন্দি থাকলেও তিনি তার আদর্শ থেকে বিচ্যুত হননি।
রিজভী বলেন, তারেক রহমান গণতন্ত্র, রাজনীতি ও মানবসেবার ক্ষেত্রে যে দৃষ্টান্ত স্থাপন করছেন, তা আমাদের অনেকের কাছেই অনুকরণীয়।
বুধবার (২৭ আগস্ট) বিকেলে জামালপুরের দেওয়ানগঞ্জ গার্লস হাই স্কুল মাঠে ‘গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারকে চিকিৎসা সহায়তা ও অটোরিকশা প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানের আয়োজন করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ‘আমরা বিএনপি পরিবার’।
রুহুল কবির রিজভী বলেন, আমরা বিএনপি পরিবার’ প্রতিষ্ঠিত হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্যোগে। সাধারণ জনগণ যারা বিএনপিকে সমর্থন করেন, তাদেরকেই কেন্দ্র করে এই সামাজিক ও মানবসেবামূলক প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। যারা গণঅভ্যুত্থানে রক্ত দিয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন বা জীবন দিয়েছেন, তাদের পাশে দাঁড়ানোর জন্যই এটি তৈরি।
তিনি আরও বলেন, শুধু জুলাই-আগস্ট মাসেই নয়, খেলাধুলা, মেধা বা সমাজের বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারীদের পাশে থেকেছে ‘আমরা বিএনপি পরিবার’। তারেক রহমান সেই আদর্শ থেকে অনুপ্রাণিত হয়েছেন, যা তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে সৃষ্টি করেছিলেন।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, শহীদ জিয়ার নেতৃত্বে যে জাতি তলাবিহীন ঝুড়ি থেকে উঠে দাঁড়িয়েছিল, একসময় চাল রপ্তানি করত এবং শক্তিশালী জাতি হিসেবে পরিচিতি পায়। তারেক রহমান সেই রাষ্ট্রনায়কের সন্তান। শহীদ জিয়ার নেতৃত্বে গড়ে ওঠা বহুদলীয় গণতন্ত্র হুসাইন মোহাম্মদ এরশাদের সময় ধ্বংস হয়েছিল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমরা বিএনপি পরিবার’-এর জামালপুর জেলার আহ্বায়ক আতিকুর রহমান রুমন। এতে উপস্থিত ছিলেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, বিএনপির কোষাধ্যক্ষ এম. রশিদুজ্জামান মিল্লাতসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ১৬টি পরিবারের মাঝে চিকিৎসা সহায়তা ও অটোরিকশা বিতরণ করা হয়।