নুর আশঙ্কাজনক, বাঁচবে কি মরবে জানি না: রাশেদ খাঁন


নুর আশঙ্কাজনক, বাঁচবে কি মরবে জানি না: রাশেদ খাঁন

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। দলটির সাধারণ সম্পাদক রাশেদ খাঁন জানিয়েছেন, নুরের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার রাত পৌনে ১১টার দিকে কাকরাইলে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রাশেদ খাঁন বলেন, হামলায় নুরুল হক নুরের নাক ফেটে গেছে এবং তার চোখের অবস্থা অত্যন্ত খারাপ। এছাড়া তার হাত ভেঙে গেছে। তিনি বলেন, তিনি এখন মুমূর্ষু অবস্থায় আছেন। বাঁচবেন কি না, আমি জানি না।

রাশেদ খাঁন আরও জানান, তিনি নিজেও হামলার শিকার হয়েছেন এবং সংঘর্ষে তাদের শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।

এর আগে রাত সোয়া ৮টার দিকে দ্বিতীয় দফায় জাপা কার্যালয়ের সামনে জড়ো হন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। এ সময় তাদের সঙ্গে জাতীয় পার্টির নেতাকর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

পরবর্তীতে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে জাপা নেতাকর্মীদের সেখান থেকে সরিয়ে দেয়। তবে গণ অধিকার পরিষদের নেতাদের স্থান ত্যাগ করতে ১০ মিনিট সময় দেওয়া হলেও তারা তা না করায় আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক লাঠিচার্জ চালায়। এতে নুরুল হক নুরসহ অনেকেই গুরুতর আহত হন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×