নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়াই গুরুত্বপূর্ণ: দুদু


নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়াই গুরুত্বপূর্ণ: দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দেশের জন্য সবচেয়ে জরুরি বিষয় এখনো অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া।

রোববার (৩১ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিচার বিচারস্থলে হবে, নির্বাচন নির্বাচনের জায়গায় হবে। আর সেটা কোনোভাবেই ফেব্রুয়ারি অতিক্রম করা যাবে না। কিছু গোষ্ঠী বলছে পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হবে না। তারা নির্বাচনে যাবে না। তারা নির্বাচনে না গেলে কি বাংলাদেশ চলবে না? তারা তো দেশও চায়নি। নির্বাচন হলে জনগণ চাইলে তারা ক্ষমতায় বসবে। বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছে। ৭১ মনে নেই?

দুদু আরও বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগের যে অপকর্ম হয়েছে, তার বিচার হবেই। বাকশাল, রক্ষী বাহিনী বা স্বৈরশাসনের মাধ্যমে তারা রক্ষা পায়নি। বিচার হবে, এবং আগামী সরকার তা সম্পন্ন করবে।

তিনি সভায় উপস্থিত সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, চারদিক থেকে ষড়যন্ত্র হচ্ছে। পার্শ্ববর্তী দেশও বসে নেই। আওয়ামী লীগের হাতে অবৈধ টাকা ও অস্ত্র রয়েছে, তাই তাদের ছোট করে দেখলে বিপদ হতে পারে। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

দুদু মন্তব্য করেন, স্বৈরশাসক শেখ হাসিনাকে হটানো হয়েছিল গণতান্ত্রিক ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য। কিন্তু আজ একটি অপশক্তি সু-কৌশলে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। বিগত ১৭ বছরের শাসনামলে গণতান্ত্রিক আন্দোলনে আমাদের আত্মত্যাগ ও সংগ্রামকে ধ্বংস করতে একটি কুচক্রী মহল ষড়যন্ত্র চালাচ্ছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×