যমুনায় এনসিপির ৪ সদস্যের প্রতিনিধি দল
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৬:২১ পিএম, ৩১ আগস্ট ২০২৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রোববার (৩১ আগস্ট) বিকেল ৫টা ৪০ মিনিটে এনসিপির চার সদস্যের প্রতিনিধি দল যমুনার ভেতরে প্রবেশ করে বৈঠকে অংশ নেয়।
দলটির প্রতিনিধি দলে ছিলেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা এবং জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।
এ বৈঠকের পর সন্ধ্যা ৭টায় বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার আরেকটি বৈঠক হওয়ার কথা রয়েছে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, এসব আলোচনায় আগামী জাতীয় নির্বাচন আয়োজনের প্রক্রিয়া, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং শান্তিপূর্ণ পরিবেশ তৈরির উপায় নিয়ে মতবিনিময় হবে।
উল্লেখ্য, গত শনিবার যমুনায় অনুষ্ঠিত বৈঠকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার ধারাবাহিক বৈঠক আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই বৈঠকে কয়েকজন উপদেষ্টার পাশাপাশি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও স্বরাষ্ট্রবিষয়ক বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী উপস্থিত ছিলেন।
এর আগে প্রধান উপদেষ্টার দফতর থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে। নির্বাচন বিলম্বিত বা বানচাল করার যেকোনো প্রচেষ্টা, বাধা কিংবা ষড়যন্ত্র দৃঢ়ভাবে প্রতিহত করা হবে। জনগণের ইচ্ছাই শেষ পর্যন্ত জয়ী হবে।