চাঁদাবাজি বন্ধ করতে পারে না সরকার নির্বাচন করবে কীভাবে, জামায়াতের প্রশ্ন
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৯:৫৬ পিএম, ৩১ আগস্ট ২০২৫
প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৈঠকের পর রোববার (৩১ আগস্ট) সন্ধ্যায় দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সংবাদ সম্মেলনে নির্বাচনের প্রস্তুতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
তাহের বলেন, যে সরকার একটি বাসস্ট্যান্ড চাঁদাবাজি রোধ করতে পারছে না, সেই সরকার কীভাবে এত বড় নির্বাচন পরিচালনা করবে? আমরা বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সরকার দখলদারদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে পারেনি।আগে এক গ্রুপ বাসস্ট্যান্ড দখল করেছিল, এখন আরেকটি গ্রুপ নিয়েছে। মনে হচ্ছে, সরকার হাত-পা ছেড়ে দিয়েছে। তবে এখনো উত্তরণ সম্ভব, তিনি বলেন।
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে নির্বাচনের অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিত করার জন্য করণীয় এবং বানচালের ষড়যন্ত্র মোকাবিলার বিষয়টি আলোচনা হয়েছে। তাহের জানান, প্রধান উপদেষ্টা বিশেষভাবে তিন বিষয়ে গুরুত্ব দিচ্ছেন সংস্কার, বিচার এবং সুষ্ঠু নির্বাচন।
তিনি বলেন, একটি নীলনকশার নির্বাচনের দিকে যাচ্ছি কিনা, এমন প্রশ্ন উঠেছে। লন্ডনে নির্বাচনের তারিখ ঘোষণা একটি নজিরবিহীন ঘটনা। সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে। পরিকল্পিত নির্বাচন হলে গণতন্ত্রকামী মানুষের অংশগ্রহণ সংকুচিত হবে। তবে নির্বাচনের তারিখ নিয়ে দ্বিমত নেই জানিয়ে তিনি বলছেন, কার্যকারিতার বিষয়ে আমাদের ভিন্নমত রয়েছে।
ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করা ৩১টি দলের মধ্যে ২৫টি দল পিআর পদ্ধতিতে নির্বাচন চায় বলে জানান তাহের। তিনি বলেন, কেউ শুধু উচ্চকক্ষে চায়, জামায়াতসহ অনেকে উভয় কক্ষে পিআর চায়। কেন্দ্র দখল ঠেকাতে এই নতুন পদ্ধতিতে নির্বাচন জরুরি। মেজরিটিকে অবজ্ঞা করে কারও চাপে নির্বাচনে গেলে তা প্রশ্নবিদ্ধ হবে।
তাহের অভিযোগ করেন, কয়েকটি দল জুলাই সনদ বাস্তবায়নে বাধা দিচ্ছে। “প্রধান উপদেষ্টার কাছে আইনি ভিত্তির দাবি জানিয়েছি। জুলাই সনদের অধীনে নির্বাচন হওয়া উচিত। বাস্তবায়ন না হলে জুলাই শহীদদের প্রতি বিশ্বাসঘাতকতা হবে।” তিনি নির্দিষ্ট কোনো দল উল্লেখ করেননি।
এছাড়া, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরুর ওপর হামলার প্রসঙ্গেও কথা বলেন তাহের। তিনি বলেন, তার ওপর হামলার ষড়যন্ত্র গভীর এবং এটি উদঘাটন করে ব্যবস্থা নিতে হবে।
জামায়াত জাতীয় পার্টি ও ফ্যাসিবাদের দালালদের প্রশাসন থেকে সরানোর দাবিও তুলেছে। তাহের বলেন, আওয়ামী লীগের সহযোগী হিসেবে জাতীয় পার্টি কাজ করেছে। সরকারের জাতীয় পার্টি সংক্রান্ত সিদ্ধান্তও একইভাবে হওয়া উচিত।