বিএনপির নেতৃত্বে নতুন করে জেগে উঠবে বাংলাদেশ: ডা. শাহাদাত


বিএনপির নেতৃত্বে নতুন করে জেগে উঠবে বাংলাদেশ: ডা. শাহাদাত

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, অতীতের মতো বিএনপি আবারও মানুষের আস্থা অর্জন করবে এবং দেশের নেতৃত্বে থেকে নতুন করে বাংলাদেশকে জাগিয়ে তুলবে। তিনি বলেন, “বিএনপি যেমন অতীতে মানুষের কাছে সমাদৃত হয়েছে, সেভাবেই সমাদৃত হওয়ার জন্য সবাইকে কাজ করতে হবে।” তিনি দলের নেতাকর্মীদের আদর্শ রাজনৈতিক কর্মী হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান এবং আগামী নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফেরার আশাবাদ ব্যক্ত করেন।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীর ষোলশহর ২ নম্বর গেটের বিপ্লব উদ্যানের বিপ্লব বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডা. শাহাদাত বলেন, “শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে, এদেশের উন্নয়ন এবং গণতন্ত্রকে অগ্রাধিকার দিয়েছেন। সেজন্য জিয়াউর রহমানকে এদেশের জনগণ গ্রহণ করেছে।” তিনি উল্লেখ করেন, ১৯৮১ সালে সেনাবাহিনীর একটি বিপথগামী অংশের হাতে জিয়াউর রহমান নিহত হলে বেগম খালেদা জিয়া দলের নেতৃত্ব নিয়ে তিনবার সরকার গঠন করেন।

তিনি বলেন, ২০০৭ সালের জরুরি অবস্থার পর বিএনপি কঠিন রাজনৈতিক সংকটের মধ্যে পড়ে এবং প্রায় দেড় দশক ধরে আওয়ামী লীগ সরকারের দমন-পীড়নের শিকার হয়। মিথ্যা মামলায় খালেদা জিয়াকে দুই বছর কারাগারে রাখা হয়। তবে “গণতন্ত্রের প্রশ্নে বিএনপি কখনোই আপস করেনি।”

ডা. শাহাদাত আরও বলেন, ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে শহীদ জিয়ার রাজনৈতিক দল গঠন, রাষ্ট্র পরিচালনা, সংসদীয় পদ্ধতির সরকারে ফিরে আসা এবং ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত, গণতন্ত্রের প্রশ্নে বিএনপি কখনো মাথানত করেনি। তিনি জানান, ছাত্র-জনতার অভ্যুত্থানে বর্তমান সরকারের পতনের পর বিএনপি নেতাকর্মীরা নতুন করে উদ্দীপ্ত হয়েছেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার অপেক্ষায় আছেন।

অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×