শ্বাসকষ্ট বেড়েছে নুরের, হাসপাতালে ভিড় না করার অনুরোধ


শ্বাসকষ্ট বেড়েছে নুরের, হাসপাতালে ভিড় না করার অনুরোধ

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর শারীরিকভাবে কিছুটা অসুস্থতার মুখোমুখি হয়েছেন। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তার অবস্থার কিছুটা অবনতি ঘটেছে।

নুরুল হকের অফিসিয়াল ফেসবুক পেজে সোমবার (৮ সেপ্টেম্বর) অ্যাডমিনের মাধ্যমে প্রকাশিত পোস্টে বলা হয়েছে, গতকাল তিনি কিছুটা সুস্থবোধ করছিলেন। তবে রাতে ঘুম না হওয়া, মাথায় যন্ত্রণা, শরীর ব্যথা এবং নাক বন্ধ থাকার কারণে শ্বাসকষ্ট বেড়ে তার শারীরিক অবস্থা খারাপ হয়েছে।

পোস্টে আরও উল্লেখ করা হয়েছে, এ অবস্থায় তার সম্পূর্ণ বিশ্রাম অপরিহার্য। তাই দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ, হাসপাতালে ভিড় না করে তার সুস্থতার জন্য দোয়া করবেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×