প্রশাসনের সাথে ছাত্রদলের বাগবিতণ্ডা, উত্তপ্ত টিএসসি


প্রশাসনের সাথে ছাত্রদলের বাগবিতণ্ডা, উত্তপ্ত টিএসসি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ঘিরে টিএসসি রোকেয়া হল কেন্দ্রে মঙ্গলবার দুপুরে উত্তেজনা দেখা দেয়। লিফলেট বিতরণকে কেন্দ্র করে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের সঙ্গে প্রশাসনের বাগবিতণ্ডা থেকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

দুপুর দেড়টার দিকে এই ঘটনায় ছাত্রদল নেতাকর্মীরা প্রশাসনের বিরুদ্ধে ভুয়া ভুয়া স্লোগান দেন। তাদের অভিযোগ, প্রশাসন জামায়াত-শিবিরের পক্ষ নিয়ে কাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, টিএসসিতে শিক্ষার্থীদের হাতে লিফলেট দিচ্ছিলেন ছাত্রদলের নেতারা। সে সময় স্বতন্ত্র ভিপি প্রার্থী আল সাদী ভূঁইয়া ও শিবির নেতাকর্মীরা বিষয়টি প্রশাসনের নজরে আনেন। এতে ছাত্রদলের পক্ষ থেকে প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলা হয়।

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন বলেন, শিবিরের প্যানেলের পক্ষে ব্যালটে আগে থেকেই সিল মারার অভিযোগ দিতে গেলে প্রশাসন আমাদের সাথে অপ্রীতিকর আচরণ করে। আমাদের কোনও কথা শুনতে চাইনি।

ঘটনার সময় দায়িত্বরত শিক্ষক সামিরা লুৎফা নিত্রা এগিয়ে এসে ছাত্রদল নেতাকর্মীদের শান্ত করেন। তিনি বলেন, এ কেন্দ্রে কোনও অনিয়ম হয়নি। তবে একটু ভুল বুঝাবুঝি হয়েছে।
অন্যদিকে স্বতন্ত্র ভিপি প্রার্থী আল সাদী ভূঁইয়া অভিযোগ করেন, ছাত্রদল ও শিবিরের নেতারা আচরণবিধি লঙ্ঘন করছে। অথচ স্বতন্ত্র প্যানেলের কর্মীদেরকে নানা হয়রানি করা হচ্ছে।

এ ঘটনায় শিবির নেতাকর্মীদের বিরুদ্ধেও স্লোগান দেন ছাত্রদল সমর্থকরা।

এর আগে সকাল সাড়ে ১১টার দিকে এক শিক্ষার্থী অভিযোগ করেন, রোকেয়া হল কেন্দ্রে তার বান্ধবী শিবিরের পক্ষে সিলমারা ব্যালট দেখতে পেয়েছেন। তবে শিবিরের দাবি, একুশে হলে ভোট কারচুপির অভিযোগ ঢাকতেই এ ধরনের নাটক সাজানো হচ্ছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×