এনসিপির প্রতিনিধি দল জাপান পৌঁছেছে


এনসিপির প্রতিনিধি দল জাপান পৌঁছেছে

জাপান সফরে পৌঁছেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর একটি প্রতিনিধি দল। স্থানীয় সময় শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ৬টা ৩০ মিনিটে প্রতিনিধি দলের সদস্যরা টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখানে তাদের ফুল দিয়ে স্বাগত জানান জাপানপ্রবাসী বাংলাদেশিরা।

এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মিডিয়া সেল সদস্য মাহাবুব আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

এর আগের দিন, বৃহস্পতিবার দুপুর ১টা ৩০ মিনিটে প্রতিনিধি দলটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের উদ্দেশে রওনা হয়।

এ সফরে অংশ নিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব আলম।

সফরের অংশ হিসেবে প্রতিনিধি দলটি টোকিও ও ওসাকা শহরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন। একই সঙ্গে এনসিপির স্থানীয় সমর্থকদের সঙ্গে মতবিনিময় করবেন তারা।

তাদের সফরসূচিতে জাপানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎও রয়েছে। ওই বৈঠকে প্রবাসীদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হবে বলে জানানো হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×