যাদের কাল জন্ম হয়েছে তাদের জানা উচিত বিএনপি ফিনিক্স পাখির মতো: মির্জা ফখরুল


যাদের কাল জন্ম হয়েছে তাদের জানা উচিত বিএনপি ফিনিক্স পাখির মতো: মির্জা ফখরুল

বিএনপি দেশকে সব ভালো দিয়েছে এমন মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, বিএনপির বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র ও মিথ্যা অপবাদ তৈরি করা হচ্ছে।

শনিবার দুপুরে কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে মির্জা ফখরুল বলেন, যাদের কাল জন্ম হয়েছে, যারা ১৯৭১ সালে ভিন্ন অবস্থানে ছিল, তাদের জানা উচিত বিএনপি ফিনিক্স পাখির মতো। কেউ বিএনপিকে ভাঙতে পারেনি। গুম-খুনের মাধ্যমে যারা ভাঙতে চেয়েছিল, তারা আজ পালিয়ে গেছে।

তিনি আরও বলেন, বিএনপি কোনো জায়গায় হঠাৎ এসে প্রতিষ্ঠিত হয়নি। সংগ্রামের মধ্য দিয়ে এই অবস্থানে এসেছে। ৭১ সালের মুক্তিযুদ্ধ আমাদের গর্ব। ওয়ান-ইলেভেনে যারা নেতাদের নির্যাতন ও নির্বাসনের মাধ্যমে দমিয়ে রাখতে চেয়েছিল, তারাই এখন আমাদের সামনে নতুন গণতন্ত্রের স্বপ্ন দেখছে। এখন সুযোগ এসেছে তারেক রহমানকে দেশের দায়িত্ব দেওয়ার। সবাই বিএনপির পক্ষে দাঁড়ান।

মির্জা ফখরুল বলেন, আজকের যে গণতন্ত্রের কথা বলা হচ্ছে, সেই গণতন্ত্রের ভিত্তি স্থাপন করেছিলেন জিয়াউর রহমান। আধুনিক বাংলাদেশের প্রস্তর স্থাপন করেছেন তিনি। গণঅভ্যুত্থানের মাধ্যমে অনেক রক্ত ও ত্যাগের বিনিময়ে যে মুক্ত পরিবেশে এখন বিএনপি কর্মসূচি পালন করছে, তার সুফল পাচ্ছে দেশ। বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং ছাত্রজনতার যারা ফ্যাসিস্ট শাসন তাড়িয়ে দিয়েছে, তাদেরও অভিনন্দন জানাই।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×