রিজভীর সই জাল করে ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রকাশের অভিযোগ


রিজভীর সই জাল করে ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রকাশের অভিযোগ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই জাল করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি ছড়ানোর অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এ বিষয়ে দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, যেখানে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে রিজভী উল্লেখ করেছেন, ১১ নভেম্বর ফেসবুকে একটি স্বার্থান্বেষী ও কুচক্রী মহল তার সই জাল করে বিএনপির নামে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

তিনি বলেন, “ফেসবুকে প্রকাশিত তথাকথিত প্রেস বিজ্ঞপ্তিটি আমার স্বাক্ষরে বিএনপির দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো হয়নি। এটি সম্পূর্ণরূপে বানোয়াট ও ভুয়া। ভুয়া ওই বিজ্ঞপ্তি দেখে কেউ বিভ্রান্ত হবেন না।”

দলীয় সূত্র জানিয়েছে, ভুয়া বিজ্ঞপ্তির বিষয়বস্তু বিএনপির অবস্থান বিকৃতভাবে উপস্থাপন করেছে, যার কারণে সামাজিক মাধ্যমে কিছু নেতাকর্মীর মধ্যে বিভ্রান্তি তৈরি হয়।

বিএনপির পক্ষ থেকে এ ঘটনায় দায়ীদের খুঁজে বের করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য তদন্ত শুরু করা হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×