এনসিপির সাথে আইএমএফের বৈঠক
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৫:১৮ পিএম, ১৪ নভেম্বর ২০২৫
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর মিশন টিমের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছে।
শুক্রবার (১৪ নভেম্বর) ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বৈঠকটি অনুষ্ঠিত হয়, যেখানে উভয় পক্ষ সৌজন্য ও নীতিগত আলোচনায় অংশ নেয়।
এনসিপির পক্ষ থেকে আইএমএফের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা হয়, কারণ তারা বাংলাদেশের সংকটময় পরিস্থিতিতে সাহায্য প্রদানে এবং জরুরি অর্থনৈতিক সংস্কার বাস্তবায়নে একটি স্পষ্ট রোডম্যাপের কথা বলেছেন। এনসিপি নেতারা এ সংস্কারগুলিকে টেকসই উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে অভিহিত করেছেন।
আলোচনায় আইএমএফ বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বেশ কিছু উদ্বেগ প্রকাশ করেছে, বিশেষ করে জিডিপি প্রবৃদ্ধি, রাজস্ব আহরণ, রাজস্ব-জিডিপি অনুপাত, ডিস্ট্রেসড অ্যাসেট, এবং যুবকর্মসংস্থান বিষয়ে। এনসিপি প্রতিনিধিরা এসব চ্যালেঞ্জ স্বীকার করে, তবে তারা রাজস্ব ডিজিটালাইজেশন এবং চলমান আর্থিক খাত সংস্কারের সমর্থন জানান। পাশাপাশি, সংস্কার বাস্তবায়নের গতি নিয়ে কিছু উদ্বেগও প্রকাশ করেন তারা।
বৈঠকে আলোচিত আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল পূর্ববর্তী সরকারের ‘ক্লেপ্টোক্রেসি’ (দুর্নীতিপূর্ণ শাসনব্যবস্থা), এর কারণে জাতীয় অর্থনীতি ও প্রশাসনে যে প্রভাব পড়েছে এবং ভবিষ্যতে এর মতো দুর্নীতি রোধে কাঠামোগত সংস্কারের প্রয়োজনীয়তা।
অন্য একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় ছিল অনানুষ্ঠানিক অর্থনীতি কমানো, সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করা এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে হস্তান্তর নিশ্চিত করা। উভয় পক্ষই একমত হয়েছে যে বাংলাদেশের জনগণই উন্নয়নের মূল শক্তি, এবং তাদের সম্মিলিত প্রচেষ্টা ও মেধার মাধ্যমে দেশ একটি আরো সহনশীল ও স্থিতিশীল অর্থনীতির দিকে এগিয়ে যাবে।
আইএমএফের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন- বাংলাদেশ মিশন চিফ ক্রিস পাপাজর্জিউ, ঢাকা রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ ম্যাক্সিম ক্রিশকো এবং ডেপুটি সেক্রেটারি ও ইকোনমিক অ্যানালিস্ট তৌহিদ এলাহি।
এনসিপির প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন- যুগ্ম আহ্বায়ক ও প্রধান, শিল্প ও বাণিজ্য সেল জাবেদ রাসিন, যুগ্ম আহ্বায়ক ও প্রধান, আন্তর্জাতিক সম্পর্ক সেল সুলতান মোহাম্মদ জাকারিয়া, যুগ্ম সদস্য সচিব ও কো-লিড আলাউদ্দিন মোহাম্মদ, আন্তর্জাতিক সম্পর্ক সেল, সংগঠক ও কো-লিড, শিল্প ও বাণিজ্য সেল আব্দুল্লাহ আল মামুন ফয়সাল এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক ও সদস্য, শিল্প ও বাণিজ্য সেল মো. আব্দুল্লাহ আল ফয়সাল।