মাহমুদউল্লাহ-ফাহিমের ঝড়ে জিতল ফরচুন বরিশাল


মাহমুদউল্লাহ-ফাহিমের ঝড়ে জিতল ফরচুন বরিশাল

জয়ের জন্য শেষ পাঁচ ওভারে ফরচুন বরিশালের প্রয়োজন ছিল ৫৮ রান। ১৬তম ওভারে দুই চার ও এক ছক্কায় ১৯ রান তুলে সেই সমীকরণ সহজ করেন মাহমুদউল্লাহ রিয়াদ। 

পরের ওভারে তিন ছক্কা ও এক চারে ২৫ রান নেন ফাহিম আশরাফ। দুই মিডল অর্ডার ব্যাটারের এমন ঝড়ো ব্যাটিংয়ে ১১ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

সোমবার (৩০ ডিসেম্বর) আসরের উদ্বোধনী ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে তিন উইকেট হারিয়ে ১৯৭ রান করে দুর্বার রাজশাহী। জবাবে খেলতে নেমে ১৯ ওভার এক বলে ছয় উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে বরিশাল।

বরিশালের পক্ষে সর্বোচ্চ ২৬ বলে ৫৬ রান করেন রিয়াদ। অন্য দিকে, রাজশাহী পক্ষে সর্বোচ্চ ৪৭ বলে ৯৪ রান করেন ইয়াসির আলী রাব্বী।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×