ফিফা সভাপতির সঙ্গে তাবিথ আউয়ালের সাক্ষাৎ
- খেলাধুলা ডেস্ক
- প্রকাশঃ ০৮:৩০ পিএম, ২৪ জুন ২০২৫
যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হচ্ছে ফিফা এক্সিকিউটিভ ফুটবল সামিট ২০২৫। সেই সামিটে অংশ নিতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের সবচেয়ে বড় শহর মায়ামিতে গেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল।
এক্সিকিউটিভ ফুটবল সামিটে অংশ নিতে গিয়ে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাফুফে সভাপতি।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে ফিফা সভাপতির সঙ্গে তাবিথ আউয়ালের সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করে একটি পোস্ট করা হয়েছে। বাফুফে সভাপতির সঙ্গে সাধারণ সম্পাদক এমরান হোসেন তুষারও সেখানে উপস্থিত ছিলেন।
সাক্ষাতের সময় ফিফা প্রেসিডেন্টকে সম্মান ও শুভেচ্ছার নিদর্শন হিসেবে বাংলাদেশ ফুটবল দলের একটি জার্সি উপহার দেন তাবিথ।
ছবিতে দেখা যায়, ইনফান্তিনোর নাম লেখা ৯ নম্বর জার্সিটি তার হাতে তুলে দিচ্ছেন বাফুফে সভাপতি। ইনফান্তিনোর সাথে সাক্ষাতের সময় বাংলাদেশে ফুটবলের উন্নয়ন নিয়েও কথা বলেছেন তাবিথ।