ঢাবি হলে অসুস্থ ছাত্রী, হাসপাতালে মৃত্যু


ঢাবি হলে অসুস্থ ছাত্রী, হাসপাতালে মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টার্সের এক শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার নাম লিজা, যিনি বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

তিনি থাকতেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে। অসুস্থ হয়ে পড়ার পর তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) আইসিইউতে নেওয়া হলেও সিট না থাকায় ভর্তি করা হয় রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে। সেখানেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।

লিজা শুক্রবার (১৫ আগস্ট) ভোরে মৃত্যুবরণ করেন। তার গ্রামের বাড়ি নাটোর জেলায়।

ঢাবির প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ বলেন, "তাকে প্রথমে ঢামেকে আইসিইউতে ভর্তি করানোর চেষ্টা করা হয় কিন্তু সিট ফাঁকা না পেয়ে পরবর্তীতে গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করানো হয়। এরপরও তাকে বাঁচানো গেল না। ভোরে মারা যান লিজা।"

লিজার জানাজা শুক্রবার বাদ জুমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, প্রক্টর এবং লিজার পরিবারের সদস্যরা অংশ নেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×