শৃঙ্খলাভঙ্গ ও পলায়নের অভিযোগে নোবিপ্রবি কর্মকর্তাকে স্থায়ীভাবে বরখাস্ত


শৃঙ্খলাভঙ্গ ও পলায়নের অভিযোগে নোবিপ্রবি কর্মকর্তাকে স্থায়ীভাবে বরখাস্ত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী পরিচালক জনাব জিয়াউর রহমান ভুঁইয়াকে গত ০৬ মে ২০২৫ থেকে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় এবং ৩১ অক্টোবর ২০২৫ সহ বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে অশ্লীল ও শিষ্টাচার বহির্ভূত মন্তব্য করায় চাকরি থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।

আজ সোমবার (০৩ নভেম্বর, ২০২৫)  নোবিপ্রবির রেজিষ্টার (ভারপ্রাপ্ত) মো. তামজীদ হোসাইন চৌধুরী স্বাক্ষরিত এক নোটিশে এ কথা বলা হয়।  সেখানে তার বিরুদ্ধে ‘অসদাচরণ’ ও ছুটি ছাড়া বিনা অনুমতিতে বিদেশ গমনের অভিযোগ আনা হয়েছে।

নোটিশে বলা হয়, অননুমোদিত ভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকায় এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ব্যতিত বিদেশে গমন করেন যা, সরকারি কর্মচারী (শৃংখলা ও আপিল ) বিধিমালা ২০১৮ এর ধারা ২(চ) অনুযায়ী "পলায়ন" । এছাড়া একজন সরকারি চাকরিজীবী হয়েও রাজনৈতিক মতাদর্শ প্রকাশ করায় " নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ,২০০১" এর ধারা ৪৭(৫) এর স্পষ্ট লংঘন। 

এছাড়া নোটিশে আরোও বলা হয়,  ২৮ মে ২০২৫ আপনাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হলে সেটির জবাব যথাযথ হয়নি। পরবর্তীতে তদন্ত কমিটি আপনাকে পুনরায় ৭ জুলাই ২০২৫ বিজ্ঞ আইনজীবীর মতামত এবং ৩১ জুলাই ২০২৫ প্রেরিত নোটিশের জবাব না দেয়ায় গত ১৩ সেপ্টেম্বর নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের ৬৭ তম সভার আলোচ্য সূচি -১৮ এর সিদ্ধান্ত অনুযায়ী  আপনাকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০০১ এর ৪৭(৮) ধারা অনুযায়ী এবং সরকারি কর্মচারী (শৃংখলা ও আপিল ) বিধিমালা ২০১৮ এর বিধি ৩ (খ) ও (গ) অনুযায়ী নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর সহকারী পরিচালক (সামরিক বরখাস্ত) পদ থেকে চূড়ান্ত বা স্থায়ীভাবে বরখাস্ত করা হলো। 

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের সাথে কোন লেনদেন থাকলে সেটি বিশ্ববিদ্যালয় আইন ও বিধি অনুযায়ী নিষ্পত্তি করা হবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×