ঢাবি অধ্যাপকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ


ঢাবি অধ্যাপকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক ড. এরশাদ হালিমের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে পুরুষ শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগ ওঠার পর তাকে আটক করেছে পুলিশ, যা ক্যাম্পাসজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ১১টার দিকে রাজধানীর শেওড়াপাড়ার বাসা থেকে মিরপুর মডেল থানার পুলিশ তাকে আটক করে। বর্তমানে থানা হেফাজতে রেখে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ঢাবির প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ জানান, ড. এরশাদ হালিমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। যেহেতু তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করছেন না, তাই এর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি নেওয়ার প্রয়োজন হয়নি। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি সম্পর্কে অবগত আছে।

এর আগে রসায়ন বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে সংবাদ সম্মেলন করে তার বিরুদ্ধে যৌন হয়রানির বিস্তর অভিযোগ তুলে ধরেন। পাশাপাশি রসায়ন বিভাগের শিক্ষার্থী এ কে এম সুমন ফেসবুকে পরিচয় গোপন রেখে দুইজন ভুক্তভোগীর বক্তব্যসহ বিস্তারিত অভিযোগ প্রকাশ করেন।

অভিযোগ অনুযায়ী, অধ্যাপক এরশাদ হালিম আলো নিভিয়ে, দরজা-জানালা বন্ধ করে বিভিন্ন অজুহাতে শিক্ষার্থীদের শরীরে স্পর্শ করতেন এবং একাধিকবার অনাকাঙ্ক্ষিত আচরণে লিপ্ত হতেন।

একজন শিক্ষার্থী জানান, পরীক্ষায় সহায়তার আশ্বাস দিয়ে তাকে বাসায় ডেকে শারীরিকভাবে আক্রমণাত্মক আচরণ করা হয়। ভয় দেখিয়ে বিষয়টি চেপে রাখতে বাধ্য করার কথাও অভিযোগে উঠে আসে। ঘটনার পর তিনি শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েন।

আরেক শিক্ষার্থী দাবি করেন, পরীক্ষাজনিত সমস্যা সমাধানের কথা বলে তাকে বারবার বাসায় ডাকা হতো এবং একা পেয়ে অধ্যাপক অনাকাঙ্ক্ষিত শারীরিক স্পর্শ করতেন। তিনি বাধা দিলে অপ্রীতিকর প্রতিক্রিয়ার মুখে পড়েন। ঘটনার পর থেকে তিনি নিয়মিত ক্লাস করতেও পারছেন না।

বহু শিক্ষার্থীর অভিযোগ প্রকাশ্যে আসার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টিকে উচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের সত্যতা যাচাই ও পরবর্তী আইনি পদক্ষেপের জন্য তদন্ত অব্যাহত রয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×