রাত ১০টার পর সকল অনুষ্ঠান নিষিদ্ধ করলো জাবি প্রশাসন


রাত ১০টার পর সকল অনুষ্ঠান নিষিদ্ধ করলো জাবি প্রশাসন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও নিরাপত্তার স্বার্থে রাত ১০টার পর সব ধরনের আয়োজন আপাতত বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নতুন নির্দেশ না আসা পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।

শনিবার (১৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিন্ডিকেট সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী ক্যাম্পাসের শৃঙ্খলা ও নিরাপত্তা বিবেচনায় রাত ১০টার পর যেকোনো অনুষ্ঠান আয়োজন করা যাবে না। নির্ধারিত সময়ের পর কোনো কার্যক্রম চলতে থাকলে আয়োজকদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি ও রাষ্ট্রীয় আইনের আলোকে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ছাড়া অনুষ্ঠান চলাকালীন শব্দের মাত্রা সহনীয় পর্যায়ে রাখতে সবার প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×