ঢাবি শিক্ষার্থীদের ১৫ মিনিটের আল্টিমেটাম, উত্তাল ক্যাম্পাস
- বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
- প্রকাশঃ ০৮:৪০ পিএম, ১৫ নভেম্বর ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) একজন শিক্ষকের বিরুদ্ধে দীর্ঘদিনের যৌন হয়রানির অভিযোগ এবং গ্রেপ্তারের পর উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। অভিযুক্ত শিক্ষকের বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ১৫ মিনিটের আলটিমেটাম দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপাচার্যের কার্যালয়ের সামনে জড়ো হয়ে তারা এ আলটিমেটাম ঘোষণা করেন।
সূত্রে জানা যায়, পুরুষ শিক্ষার্থীদের ধারাবাহিকভাবে যৌন হয়রানির অভিযোগে ঢাবির রসায়ন বিভাগের অধ্যাপক ড. এরশাদ হালিমকে গ্রেপ্তার করা হয়েছে।
গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ১১টার দিকে রাজধানীর শেওড়াপাড়ার বাসা থেকে মিরপুর মডেল থানা পুলিশ তাকে আটক করে। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।
ঘটনার পর শনিবার সন্ধ্যায় শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভে ফেটে পড়েন। তারা উপাচার্যের কার্যালয় ঘেরাও করে সমাবেশ করেন এবং জানান, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে স্থায়ী বহিষ্কারসহ কঠোর ব্যবস্থা নিতে হবে।
শিক্ষার্থীরা বলেন, “১৫ মিনিটের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সামনে এসে অভিযোগ শুনতে হবে এবং কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানাতে হবে।”
রাত পৌনে ৮টা পর্যন্ত উপাচার্যের দপ্তরের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত ছিল।