পুরান ঢাকায় মামুন হত্যাকাণ্ডের দুই শ্যুটার গ্রেপ্তার
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৯:৪৭ পিএম, ১১ নভেম্বর ২০২৫
পুরান ঢাকায় শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুন হত্যার ঘটনায় অংশ নেওয়া দুই পেশাদার শ্যুটারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় ডিবি পুলিশের অভিযান শেষে কুমিল্লার বিভিন্ন এলাকা থেকে রুবেল ও ইব্রাহিম নামে দুই শ্যুটারকে গ্রেপ্তার করা হয়। তারা সীমান্ত পাড়ি দিয়ে পালানোর চেষ্টা করছিল।
একজন ঊর্ধ্বতন গোয়েন্দা পুলিশ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানান, দুজনেই পেশাদার শ্যুটার হিসেবে পরিচিত। তারা হত্যাকাণ্ডে সরাসরি যুক্ত ছিলেন এবং গ্রেপ্তারের পরেও তদন্ত চলমান।