মোহাম্মদপুরে ককটেলসহ ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ১১:২২ এম, ১২ নভেম্বর ২০২৫
রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান থেকে দুইটি ককটেলসহ ভোলার বোরহান উদ্দিনের ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান (৪৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
মোহাম্মদপুর থানার সূত্রে জানা যায়, বুধবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা উদ্যান সোলনা কনভেনশন হলের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আব্দুর রহমান ভোলার বোরহান উদ্দিনের চরটিটিয়া গ্রামের মৃত আব্দুল হক মল্লিকের ছেলে।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী রফিক আহমেদ বিষয়টি নিশ্চিত করে ঢাকা ওয়াচকে জানান, "সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় জনতা ও পুলিশের সহায়তায় আমরা একজনকে আটক করি। পরে তার ব্যাগ তল্লাশি করে দুটি ককটেল পাওয়া যায়।"
ওসি আরও বলেন, "জিজ্ঞাসাবাদে জানা যায় তিনি ভোলার বোরহান উদ্দিনের একটি ইউনিয়নের বর্তমান মেম্বার ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ চলমান রয়েছে।"