সীতাকুণ্ডে সাগরে ডুবে প্রাণ গেল ২ শিশুর


সীতাকুণ্ডে সাগরে ডুবে প্রাণ গেল ২ শিশুর

চট্টগ্রাম: সীতাকুণ্ডে সাগরে ডুবে খুশি রানী দাস (১২) ও  কিশোরী বালা দাস (১০) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।  

রোববার (১৬ জুন) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার কুমিরা ইউনিয়নের জেলেপাড়া এলাকার সাগর উপকূলে এ ঘটনা ঘটে।

নিহত খুশি রানী দাস কুমিরা ইউনিয়নের জেলেপাড়া এলাকার অনিল দাসের এবং কিশোরী বালা দাম একই এলাকার রানা দাসের মেয়ে।

কুমিরা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ নাসির উদ্দিন বলেন, ওই এলাকার মানুষদের সঙ্গে দুই শিশু গঙ্গাপূজা করতে সাগরের তীরে নামে।

এ সময় জোয়ারের পানিতে তারা সাগরে তলিয়ে যায়। দুপুর সাড়ে ১২টার দিকে তাদের উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×