হত্যা মামলায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গ্রেফতার


হত্যা মামলায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গ্রেফতার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেরপুরে গুলিতে শিক্ষার্থী সবুজ হত্যা মামলার আসামি শেরপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমানকে  (৪০) গ্রেপ্তার করা হয়েছে। বুধবার শেরপুর সদর উপজেলার খাসপাড়া থেকে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব-১৪।

গ্রেপ্তারকৃত মিজানুর রহমান শেরপুর সদর উপজেলার খাসপাড়া গ্রামের মৃত হাসেন আলীর ছেলে। র‍্যাব-১৪ জামালপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো. নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

র‍্যাব জানায়, গত ৪ অক্টোবর শেরপুর শহরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণমিছিল বের হয়। এই গণমিছিলে কিছু দুষ্কৃতিকারী আন্দোলনরত ছাত্র-জনতার ওপর এলোপাথাড়ি গুলি করতে থাকে। দুষ্কৃতিদের গুলিতে সবুজ মিয়া (১৮) নামের এক শিক্ষার্থীর ঘটনাস্থলেই মৃত্যু হয়।
 
এ ঘটনায় নিহতের ভাই মো. সাদ্দাম হোসেন শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার আসামি মিজানুর রহমানকে আজ ভোরে খাসপাড়া থেকে গ্রেপ্তার করে র‍্যাব-১৪।

এ ব্যাপারে র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর কোম্পানির কোম্পানি কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘গ্রেপ্তারকৃত আসামি মিজানুর রহমানকে শেরপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’ 
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×