সৎ ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন


সৎ ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

কিশোরগঞ্জে পারিবারিক দ্বন্দ্বের জের ধরে সৎ ছোট ভাই মো. রুবেল মিয়ার (৩৫) ছুরিকাঘাতে বড় ভাই মো. জুলহাস উদ্দিন জীবন (৬০) খুন হয়েছেন।

শুক্রবার (৬ ডিসেম্বর) ভোরের দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত জুলহাস জেলার কিশোরগঞ্জ সদর উপজেলার বত্রিশ এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে। তিনি জেলা শহরের বড় বাজারের জুয়েলারি ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে পারিবারিক কারণে টাকা-পয়সা না পেয়ে কিশোরগঞ্জ সদর উপজেলার বত্রিশ এলাকায় বাসার সামনে বড় ভাই জুলহাসকে পেটে ছুরিকাঘাত করেন ছোট ভাই রুবেল। মুমূর্ষু অবস্থায় জুলহাসকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। শুক্রবার ভোরের দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল-মামুন জানান, এ ঘটনায় এখনও কেউ মামলা করেননি। তবে মামলা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×