কক্সবাজারে মার্কিন নারীকে যৌন নিপীড়নের অভিযোগে যুবক গ্রেপ্তার


কক্সবাজারে মার্কিন নারীকে যৌন নিপীড়নের অভিযোগে যুবক গ্রেপ্তার

কক্সবাজারে মার্কিন নারীকে যৌন নিপীড়নের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের পুলিশ সুপার সাইফউদ্দীন শাহীন। 

সোমবার (১০ মার্চ) তিনি বলেন, গ্রেপ্তার তারেকুর রহমান (৩০) কক্সবাজার শহরের মোহাজের পাড়ার বাসিন্দা। আর ওই মার্কিন নারী একটি আন্তর্জাতিক সংস্থায় কাজ করেন। তিনি সোমবার সকাল ১০টার দিকে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় যৌন নিপীড়নের শিকার হওয়ার অভিযোগ তুলেছেন। তবে মার্কিন নারী তার স্বামীর সঙ্গে কক্সবাজার থাকেন। তার স্বামী ইউএন উইমেনে কক্সবাজারে কর্মরত।

অভিযোগের বরাতে সাইফউদ্দীন শাহীন বলেন, ওই নারী এক সহকর্মীর সঙ্গে শহরের ফুটপাত ধরে হাঁটছিলেন। হঠাৎ তারেক গতিরোধ করে ওই নারীর ওপর যৌন নিপীড়ন চালায়। অভিযোগ পাওয়ার পরই পুলিশ অভিযানে নামে। পরে বিকাল ৪টার দিকে শহরের ঝাউতলা এলাকা থেকে তারেককে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। 

এদিকে, স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত তারেকের বিরুদ্ধে ২০২২ সালের ১৩ নভেম্বর পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ রয়েছে। 

জানতে চাইলে বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান বলেন, ওই সময় পুলিশ তাকে গ্রেপ্তার করলেও পরে জামিনে বের হয়ে যান। 

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×