শিক্ষার্থী-শিক্ষকদের মাঝে রোটারি ক্লাব চিটাগং এলায়েন্সের সেহেরি ও ইফতার সামগ্রী বিতরণ


শিক্ষার্থী-শিক্ষকদের মাঝে রোটারি ক্লাব চিটাগং এলায়েন্সের সেহেরি ও ইফতার সামগ্রী বিতরণ

রমজান মাস উপলক্ষে রোটারি ক্লাব অব চিটাগং এলায়েন্সের উদ্যোগে চট্টগ্রাম নগরীর আকবরশাহ এলাকায় অবস্থিত বায়তুল হুদা মাদরাসা হেফজখানা ও এতিমখানার ৬০ জন ছাত্র ও শিক্ষকের জন্য ১০ দিনের সেহেরি ও ইফতার খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে। 

বুধবার (১২ মার্চ) এই কার্যক্রমে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব চিটাগং এলায়েন্সের সভাপতি রোটারিয়ান শহীদুল ইসলাম মামুন, পিপি মোহাম্মদ রাশেদ, রোটারিয়ান মো. হালিম, মো. হাসান। 

অনুষ্ঠানে এতিমখানার পরিচালক হাফেজ মাওলানা আহমেদ সফা বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ এবং রোটারি ক্লাব অব চিটাগং এলায়েন্সের সদস্যদের জন্য শুভ কামনা করা হয়। 

এই উদ্যোগের মাধ্যমে অসহায় ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর পাশাপাশি রমজানের সেরা শিক্ষা-সহমর্মিতা ও মানবিকতার প্রতিফলন ঘটেছে। রোটারি ক্লাব অব চিটাগং এলায়েন্স সব সময় সমাজের কল্যাণে কাজ করার অঙ্গীকার নিয়ে এগিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×