বাকলিয়া এক্সেস রোডে চলন্ত গাড়িতে ব্রাশ ফায়ার, নিহত দুই


বাকলিয়া এক্সেস রোডে চলন্ত গাড়িতে ব্রাশ ফায়ার, নিহত দুই

চট্টগ্রাম সিটির বাকলিয়া থানা এলাকায় গোলাগুলিতে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। 

শনিবার (২৯ মার্চ) রাত আড়াইটার দিকে থানার বাকলিয়া এক্সেস রোডে মোটর সাইকেলে এসে প্রাইভেট কারকে উদ্দেশ্য করে ব্রাশ ফায়ার করলে এ ঘটনা ঘটে। 

ঘটনার বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেনি পুলিশ। তবে গুঞ্জন উঠেছে, চট্টগ্রামের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ধরিয়ে দেওয়ার জন্য এ প্রতিশোধ নেওয়া হয়েছে। 

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, ‘বাকলিয়া থানা এলাকা থেকে চারজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে দুইজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। আহত দুইজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×