লোহাগড়ায় ঈদের সকালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত পাঁচ


লোহাগড়ায় ঈদের সকালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত পাঁচ

চট্টগ্রাম জেলার লোহাগড়া উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৬ জন। 

আজ সোমবার (৩১ মার্চ) সকাল ৭টা ২৫ মিনিটের দিকে এ সংঘর্ষ হয়। 

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, লোহাগড়ার জাঙ্গালিয়া মাজার গেট এলাকায় সৌদিয়া পরিবহনের বাসের সঙ্গে একটি মিনি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে লোহাগড়া ফায়ার স্টেশনের ১টি ইউনিট উদ্ধার কার্যক্রম চালায়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×