সিদ্ধিরগঞ্জে কাটা হাত দেখে গিয়ে বস্তায়-বস্তায় মিলল তিন লাশ


সিদ্ধিরগঞ্জে কাটা হাত দেখে গিয়ে বস্তায়-বস্তায় মিলল তিন লাশ

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ উপজেলায় দুই নারী ও এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১১ এপ্রিল) দুপুর সোয়া ১টার দিকে মিজমিজি পশ্চিমপাড়ার একটি ডোবার পাশ থেকে আলাদা বাস্তা থেকে লাশ তিনটি উদ্ধার করা হয় বলে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম জানান।

তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

ঘটনাস্থল থেকে শাহীনূর আলম বলেন, ‘স্থানীয়রা প্রথমে একটি বস্তার ভেতর একটি কাটা হাত বের হয়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে তিনটি বস্তার ভেতর থেকে দুই নারী ও একটি শিশুর খণ্ড-বিখণ্ড লাশ পায়।’

ঘটনাস্থলে এখনো পুলিশ কাজ করছে বলে জানান ওসি। 

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×