বিজিবির হাতে আটক ভুয়া ‘এনএসআই' কর্মকর্তা


বিজিবির হাতে আটক ভুয়া ‘এনএসআই' কর্মকর্তা

ফেনীতে মো. জয়নাল আবদীন (৪০) নামের এক ভুয়া 'এনএসআই' কর্মকর্তাকে আটক করেছে বিজিবি। বুধবার (১৪ মে) রাতে ফেনীর ছাগলনাইয়া উপজেলার ভারতীয় সীমান্তসংলগ্ন যশপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজিবি জানায়, বেশ কিছু দিন ধরে জয়নাল আবদীন তার ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নম্বরে এনএসআইয়ের লোগো ব্যবহার করে নিজেকে এনএসআই-এর কর্মকর্তা পরিচয় দিয়ে বিজিবি সদস্যদের ভুয়া তথ্য দিয়ে হয়রানি করে আসছেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে বুধবার রাতে তাকে ছাগলনাইয়ার যশপুর এলাকা থেকে আটক করা হয়েছে।  

বিজিবির যশপুর বিওপি ক্যাম্প কমান্ডার শাহাজাহান জানান, আটক ব্যক্তি নিজেকে সোনাগাজী উপজেলায় এনএসআইয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে আমাদের কাছে পরিচয় দিয়ে আসছিলেন। তিনি ছাগলনাইয়ার বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় চোরাচালান আসছে বলে বিজিবিকে হয়রানি করে আসছিলেন। 

পরে খোঁজ-খবর নিয়ে জানা যায়, তিনি নিজেই সীমান্তবর্তী এলাকায় চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। বুধবার দিবাগত রাতে তাকে আটকের পর রাত ৩ টায় ছাগলনাইয়া থানায় হস্তান্তর করা হয়েছে। 

 

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×