চট্টগ্রামে পিকআপের ধাক্কায় বৃদ্ধ নিহত


চট্টগ্রামে পিকআপের ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে পিকআপ ভ্যানের ধাক্কায় আবুল হোসেন (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই পথচারী।

বৃহস্পতিবার (১৫ মে) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কলাবাড়িয়া এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল হোসেন সীতাকুণ্ড উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের পূর্ব লালানগর গ্রামের বাসিন্দা মৃত হাফিজুর রহমানের ছেলে।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম বলেন, সকালে আবুল হোসেনসহ তিনজন পথচারী ছোট দারোগারহাট বাজারের দিকে যাচ্ছিলেন। কলাবাড়িয়া এলাকায় রাস্তা পার হওয়ার সময় চট্টগ্রামমুখী একটি পিকআপ ভ্যান তাদের ধাক্কা দেয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক আবুল হোসেনকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটি জব্দ করে পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান পরিদর্শক জাহাঙ্গীর আলম।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×