কুষ্টিয়ায় বজ্রপাতে যুবকের মৃত্যু


কুষ্টিয়ায় বজ্রপাতে যুবকের মৃত্যু

বৃহস্পতিবার (১৫ মে) বেলা সাড়ে ৩টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের নওদাখাড়ারা গ্রামে ওই বজ্রপাতের ঘটনা ঘটে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল হক এ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, বেলা সাড়ে ৩টার দিকে বাড়ির পাশের একটি মাঠে ওই যুবক কৃষিকাজ করছিলেন। এ সময় বজ্রপাত হলে সে গুরুতর আহত হয়। তখন স্থানীয়রা তাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যেহেতু এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই, তাই সুরতহাল রিপোর্ট শেষে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×