জমি নিয়ে বিরোধের জেরে আপন ভাইকে কুপিয়ে হত্যা


জমি নিয়ে বিরোধের জেরে আপন ভাইকে কুপিয়ে হত্যা

বাগেরহাটের মোরেলগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আপন ছোট ভাই সুনীল মাতাকে (৫৫) কুপিয়ে হত্যা করেছেন নিখিল মাতা (৬০) নামের এক ব্যক্তি। শনিবার (১৭ মে) রাত ৯টার দিকে রামচন্দ্র্রপুর ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। রাতেই ঘাতক নিখিলকে আটক করেছে পুলিশ।  

নিহত সুনীল মাতা ওই গ্রামের সুধাংশু মাতার ছেলে

তার স্ত্রী ও ৩ সন্তান রয়েছে। মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাজীব আল রশিদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, পারিবারিক দ্বন্দ্ব ও সীমানা সংক্রান্ত বিরোধের জের ধরে সুনীলকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে তারই আপন বড় ভাই নিখিল ও ভাইয়ের ছেলে নিলকান্ত। পরে গুরুতর আহত সুনীলকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঘোষণা করেন।

এ বিষয়ে থানার ওসি মো. রাজীব আল রশিদ বলেন, সীমানা সংক্রান্ত বিরোধের কারণে গতকাল শনিবার বিকেলে সুনীল মাতার সঙ্গে ঝগড়া হয় তার বড়ভাই নিখিল মাতা ও ভাইয়ের ছেলে নীলকান্তর সঙ্গে। ওই ঘটনার জের ধরে রাত ৯টার দিকে নিখিল ও নীলকান্ত সুনীলকে কুপিয়ে জখম করে।

বাগেরহাট সদর হাসপাতালে নেওয়ার পথে সুনীল মাতার মৃত্যু হয়। ঘটনার সাথে জড়িতদের আটকের জন্য পুলিশ অভিযান শুরু করেছে বলেও জানান ওসি।

ওসি আরো জানান, শনিবার রাত ১২টার দিকে অভিযান চালিয়ে ঘাতক বড় ভাই নিখিল মাতাকে আকট করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×