ফটিকছড়িতে পুকুর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার


ফটিকছড়িতে পুকুর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভায় পুকুর থেকে মো. এনাম (৬৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ জুলাই) বিকেল ৪টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মিয়া সিকদার বাড়ির পুকুরে মরদেহটি ভাসতে দেখা যায়। নিহত এনাম ঐ এলাকার স্থায়ী বাসিন্দা ছিলেন।

নিহতের স্বজনরা এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছেন। নিহতের চাচাতো ভাই মো. জসিম জানান, সকালে ঘুম থেকে উঠে তিনি পুকুরপাড়ে একটি লুঙ্গি এবং পানিতে একটি ব্যাগ ভাসতে দেখেন। দুপুরের দিকে মরদেহটি ভেসে উঠলে বিষয়টি পরিষ্কার হয়। তার অভিযোগ, এনামের ছেলে মো. মোবারক ও পরিবারের অন্য সদস্যরা দীর্ঘদিন ধরে এনামকে শারীরিকভাবে নির্যাতন করে আসছিলেন। তিনি দাবি করেন, মোবারকই তার বাবাকে হত্যা করে পুকুরে ফেলে দিয়েছেন এবং এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চান।

ঘটনার বিষয়ে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, “আমরা খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পৌঁছেছি। ঘটনার বিস্তারিত জানার জন্য তদন্ত চলছে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×