গোপালগঞ্জে আবারও বাড়ানো হলো কারফিউ, শহরে আংশিক স্বাভাবিকতা


গোপালগঞ্জে আবারও বাড়ানো হলো কারফিউ, শহরে আংশিক স্বাভাবিকতা
গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে সেনাবাহিনী। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে চলমান অস্থিরতা ও সহিংসতার প্রেক্ষিতে আবারও বাড়ানো হয়েছে কারফিউয়ের সময়সীমা। শনিবার (১৯ জুলাই) জেলা ম্যাজিস্ট্রেটের জারি করা এক নির্দেশনায় জানানো হয়, কারফিউ আজ রাত ৮টা থেকে আগামীকাল রোববার সকাল ৬টা পর্যন্ত বহাল থাকবে।

এর আগে শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত কারফিউ কার্যকর ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তা আরও ২৪ ঘণ্টা পর্যন্ত সম্প্রসারণ করা হলো।

উল্লেখ্য, গত ১৬ জুলাই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে সহিংস পরিস্থিতির সৃষ্টি হয়। ওইদিন ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় প্রাণহানির ঘটনা ঘটে, যার জেরে একই রাতেই রাত ৮টা থেকে কারফিউ জারি করে প্রশাসন।

পরবর্তীতে বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার (১৮ জুলাই) দুপুর ১১টা পর্যন্ত কারফিউর সময়সীমা বাড়ানো হয়। তিন ঘণ্টার বিরতি দিয়ে পুনরায় দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি ছিল।

তবে চলমান কারফিউর মধ্যে শুক্রবার সকালে শহরজুড়ে কিছুটা স্বস্তি ফিরে আসে। গোপালগঞ্জ শহর ও আশপাশের এলাকায় যান চলাচল স্বাভাবিক হতে দেখা যায়। আন্তঃজেলা বাস চলাচলও শুরু হয়, আর আগের দিনের তুলনায় সড়কে মানুষের উপস্থিতিও ছিল বেশি।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×